সোমবার, ৩১ মার্চ, ২০২৫

বগুড়া থেকে লুট হওয়া আটাবোঝাই ট্রাক ঝিনাইদহে উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৯:৪৬ পিএম

বগুড়া থেকে লুট হওয়া আটাবোঝাই ট্রাক ঝিনাইদহে উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুর থেকে ৩৯৮ বস্তা আটাসহ লুট হওয়া একটি ট্রাক ঝিনাইদহ থেকে উদ্ধার করেছে পুলিশ। ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার শেরপুর থেকে লুট হওয়া ৩৯৮ বস্তা আটাসহ একটি ট্রাক ঝিনাইদহ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও মিডিয়া) সুমন রঞ্জন সরকার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ট্রাকসহ লুট হওয়া আটা উদ্ধার করা হয়।

শুক্রবার ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মোবারকগঞ্জ সুগার মিলের সামনে এই অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-বগুড়ার শেরপুর উপজেলার গড়েরবাড়ি গ্রামের গনি শেখের ছেলে ট্রাকচালক বেলাল হোসেন (৪০) এবং শেরপুরের টোলার গেট এলাকার আজগর হাজীর ছেলে মোস্তফা (৩৮)।

জানা গেছে, গত সোমবার দুপুরে শেরপুর উপজেলার দড়িমুকন্দ বাজার থেকে ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৮৭০১) নিয়ে পালিয়ে যান চালক বেলাল হোসেন।

ট্রাকের মালিক কাওছার আহমেদ এ ঘটনায় বুধবার থানায় মামলা করেন। কাওছার আহমেদ উপজেলার গড়েরবাড়ি এলাকার মোজাম্মেল হক রানার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, শেরপুরের দড়িমুকন্দ বাজার থেকে শামীম শেখ নামে এক ব্যক্তির ৬ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা মূল্যের ৩৯৮ বস্তা আটা ট্রাকে তোলা হয়।

নন্দীগ্রামের কোয়ালিটি ফিডস মিলে আটা সরবরাহের কথা ছিল। কিন্তু চালক ও সহকারী সেটি নিয়ে পালিয়ে যান। অভিযান চালিয়ে ঝিনাইদহ থেকে ট্রাকসহ উদ্ধার করা হয় লুট হওয়া আটা। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। 

আরবি/জেডআর

Link copied!