সোমবার, ৩১ মার্চ, ২০২৫

কটিয়াদীতে শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ১০:০০ পিএম

কটিয়াদীতে শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের দক্ষিণ জিরারপাড় গ্রামের এক শিশু মায়ের কাছ থেকে টাকা নিয়ে একা দোকানে আইসক্রিম কিনতে গেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ স্বজনদের।

এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানি হাবিবুর রহমানকে (৪০) আটক করেছে পুলিশ।

কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম রূপালী বাংলাদেশকে জানান, ‘আজ শুক্রবার বেলা ১১টার দিকে সাত বছর বয়সি একটি মেয়ে একা একা লোহাজুরী ইউনিয়নের জিরারপাড় গ্রামের একটি মুদি দোকানে আইসক্রিম কিনতে যায়।

দোকানটি তখন বন্ধ থাকলেও দরজাটা একটু খোলা ছিল। শিশুটি আইসক্রিম কিনতে দরজা দিয়ে দোকানের ভেতরে গেলে দোকানদার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে স্বজন ও স্থানীয়রা এসে বন্ধ দোকানের ভেতর থেকে শিশুসহ দোকানদারকে উদ্ধার করে।

এ সময় স্থানীয়রা দোকানি হাবিবুর রহমানকে বেঁধে রেখে মারধর করে দুপুর ১টার দিকে জরুরিসেবা (৯৯৯) নাম্বারে ফোন করে এবং থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আটককৃত ধর্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরবি/জেডআর

Link copied!