বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

বগুড়ায় মদপানে যুবলীগ নেতাসহ তিনজনের মৃত্যু

বগুড়া ব্যুরো

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৫:১৯ পিএম

বগুড়ায় মদপানে যুবলীগ নেতাসহ তিনজনের মৃত্যু

ফাইল ছবি

বগুড়া শহরের ঠনঠনিয়া হাড়িপাড়ায় বাংলা মদপানে ওয়ার্ড যুবলীগ নেতাসহ তিনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে অতিরিক্ত মদপানে ঘটনাস্থলে একজন, হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।

বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল আলিম সত্যতা নিশ্চিত করেছেন।  নিহতরা হলো, বগুড়া শহর শাখার  ১০নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক ঠনঠনিয়া হাজিপাড়ার বাসিন্দা মোঃ সম্রাট আরংগ জেব চিনতু (৩৭), একই এলাকার বাসিন্দা মৃত আবু তালেবের ছেলে রুবেল মিয়া (৩৬) এবং শিলু (৩৫)। 

এছাড়াও অসুস্থ ঠনঠনিয়ার সানী চন্দ্র দাস(৩৫) হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, শুক্রবার রাতে শহরের হাঁড়ি পাড়ায় একটি হোটেলে কযেকজন বন্ধু মিলিত হয়ে বাংলা মদপান করে। মদপানের কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়ে। বুঝে উঠার আগেই ঘটনাস্থলে যুবলীগ নেতার মৃত্যু হয়। অসুস্থ দুই জনকে হাসপাতালে আনার পথে একজনের মৃত্যু হয় এবং অপরজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যায়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল আলিম জানান, শুক্রবার রাতে মদ পান করার পরপরই  দুইজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং শনিবার আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এছাড়াও মদপানে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একজন।

আরবি/আবু

Link copied!