ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা বিবেচনায় কুতুবদিয়া মগনামা-বড়ঘোপ চ্যানেলে অবৈধ বেহুন্দি জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৯ মার্চ) দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগীতা করে কন্টেজেন্ট কমান্ডার কোস্টগার্ড, কুতুবদিয়া।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে মোবাইলকোর্ট পরিচালনা করে ২ টি মামলায় যথাক্রমে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে জমির উদ্দিন(৩৭) কে ৫০০০/ টাকা এবং দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ অনুসারে জামাল হোসাইন(৩২) ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও অভিযান শেষে ২০ টি অবৈধ বেহুন্দিজাল ও কারেন্ট জাল জনসম্মুখে বিনষ্ট করা হয়।

এসময় উভয়পাড়ে যাত্রীদের ভাড়া বিষয়ে তদারকি করা হয় ও স্পীডবোট যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করাসহ জেলেদেরকে চ্যানেলে ঈদ পারাপারের জলপথে দুর্ঘটনা রোধে জাল না বসানোর অনুরোধসহ হ্যানবড মাইকিং করে সচেতন করা হয়।
আপনার মতামত লিখুন :