বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

শেরপুরে ঈদ উপহার বিতরণ

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৯:৩৩ পিএম

শেরপুরে ঈদ উপহার বিতরণ

ছবি: রূপালী বাংলাদেশ

"জনগণের সেবায় নিয়োজিত" এ ব্রতকে সামনে রেখে শেরপুর সদর উপজেলার তারাকান্দি বাজারে আস সামিউল আলীম স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে দেড় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ হয়েছে।

আজ ২৯ মার্চ শনিবার শেরপুর সদর উপজেলার তারাকান্দি বাজারে সংগঠনটির প্রতিষ্ঠাতা সামিউল আলম এর সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঈদ বস্ত্র বিতরণের উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসকের সিএ সজীব রায়হান।

এতে প্রিয় অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের (একাংশের) সভাপতি ও শেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি এসএম শহিদুল ইসলাম।এছাড়া এসময় বিশেষ অতিথি ছিলেন ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান, শেরপুর প্রেসক্লাবের একাংশের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান মুরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নান সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে আস ছামিউল আলীম সেচ্ছাসেবক সংগঠনটি দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। 

আরবি/আবু

Link copied!