বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

মোটরসাইকেল থেকে প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি, নিহত ২

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০২:৩৭ পিএম

মোটরসাইকেল থেকে প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি, নিহত ২

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোডে শনিবার (২৯ মার্চ) রাতে এক ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে।

 

এতে প্রাইভেটকারের চালক মোহাম্মদ মানিক (৩০) ও তার সহযাত্রী আবদুল্লাহ (৩২) নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি প্রাইভেটকার কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা থেকে বাকলিয়া এক্সেস রোডে যাচ্ছিল। গাড়িটি এক্সেস রোডে পৌঁছালে পেছন দিক থেকে তিন থেকে চারটি মোটরসাইকেল তাদের ধাওয়া করে এবং এলোপাতাড়ি গুলি চালায়। একপর্যায়ে প্রাইভেটকারের ভেতর থেকেও মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে কিছু গুলি ছোড়া হয়। ঘটনাটি ঘটেছে রাত পৌনে তিনটার দিকে। এই ঘটনায় মোটরসাইকেল আরোহীরা হেলমেট পরিধান করেছিল।  

গোলাগুলির পর প্রাইভেট কারের পেছনের কাচ ভেঙে যায় এবং গাড়ির বিভিন্ন অংশ গুলিতে ফুটো হয়ে যায়। গোলাগুলি পাঁচ থেকে ছয় মিনিট স্থায়ী ছিল। এরপর মোটরসাইকেল আরোহীরা সেখান থেকে চলে গেলে, স্থানীয় লোকজন ও পুলিশ মানিক ও আবদুল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। যেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা বলেন, এই গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন। আমরা এখন পর্যন্ত কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করছি।

 

এ ঘটনায় মানিকের মা, স্ত্রী ও সন্তানরা হাসপাতালে এসে তার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। মানিকের মা বিলাপ করে বলেন, "আমি ময়নাতদন্ত চাই না, মামলা করব না। আমার ছেলের লাশ আমাকে দিয়ে দিন।"

আরবি/শিতি

Link copied!