ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও তালিকা ছাড়া টিকিট বিক্রির অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এবং সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দেন এক কাউন্টার ম্যানেজার। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনাটি ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকার। এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
আটক ব্যক্তি নিজেকে হানিফ পরিবহনের সাভার-বাইপেল এরিয়ার পরিচালক হিসেবে দাবি করেন। তার নাম মো. পমিজ উদ্দীন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অতিরিক্ত ভাড়া আদায় ও তালিকা ছাড়া টিকিট বিক্রি করছিল সাভার বাসস্ট্যান্ডে হানিফ পরিবহনের একটি কাউন্টার। সেখানে অভিযানে যায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। কাউন্টার ম্যানেজারকে জরিমানা করায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এবং ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা ও উপস্থিত সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন। পরে ম্যাজিস্ট্রেট তাকে আটক করা নির্দেশ দেন।
আপনার মতামত লিখুন :