বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপির ২ সমর্থক গুলিবিদ্ধ

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০৩:৩৪ পিএম

ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপির ২ সমর্থক গুলিবিদ্ধ

ছবি: রূপালী বাংলাদেশ

নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপি সমর্থিত দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপি ও স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রথমে সংঘর্ষে সাব্বির (২৪) নামে একজন আহত হন। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এর কিছুক্ষণ পরেই পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারও বিএনপি সমর্থকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। কমপক্ষে ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছোড়ে তারা এবং এ ঘটনায় ২ জন বিএনপি সমর্থক গুলিবিদ্ধ হয়।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরবি/এসআর

Link copied!