বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫

শিবচরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১২:৫৪ পিএম

শিবচরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন মসজিদের ভিতরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই কিশোরের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে মানিক মাদবর (৪০), ইব্রাহিম মাদবর (৩৮) বিপ্লব মাদবর (৩২) ফাতেমা আক্তার (৩০), চাঁন মিয়া মাদবর (৫০), বোরহান মাদবর (৩৬), ইমন মাদবর (১৬) অনিক মাদবর (১৬), রাসেল মাদবরসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। খবর পেয়ে শিবচর থানার ওসি মো. রতন শেখসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবচর থানার ওসি মো. রতন শেখ (পিপিএম) বলেন, ঈদের দিন মসজিদে বসে দুই কিশোরের মধ্যে সামান্য বিষয় নিয়ে বিরোধ হয়। এই বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/এসআর

Link copied!