বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫

ধামইরহাটে মাদকদ্রব্যসহ দুই চোরাকারবারি আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০২:০৮ পিএম

ধামইরহাটে মাদকদ্রব্যসহ দুই চোরাকারবারি আটক

ছবি: রূপালী বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে ২৬০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার দক্ষিণ চকযদু এলাকার রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার দক্ষিণ চকযদু এলাকার মৃত খাতের আলীর ছেলে আনোয়ার হোসেন (৬০) এবং খেলনা ইউনিয়নের উদয়শ্রী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আরিফ হোসেন (২৯)। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৪ এপ্রিল ভোরে বস্তাবর বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ ইয়াদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে দক্ষিণ চকযদু গ্রামস্থ রাস্তায় অভিযান পরিচালনা করে ২৬০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।

অপর আরও একটি অভিযানে কালুপাড়া বিওপি’র বিওপি কমান্ডার সুবেদার মোঃ আইয়ুব আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ২৬৮/১০-এস আলতাদিঘী গ্রামের মাঠের ধানখেতের মধ্যে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৩১ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরপূর্বক মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার ৪শ টাকা।

আরবি/আবু

Link copied!