সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বিজু মেলার উদ্বোধন

এম.কামাল উদ্দিন, রাঙামাটি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৩:০৫ পিএম

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বিজু মেলার উদ্বোধন

ছবি: রূপালী বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব ঘিরে পাহাড়ে বইতে শুরু করেছে উৎসবের রং। 
এ উপলক্ষ্যে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় শুরু হয়েছে বর্ণাঢ্য নানা কর্মসূচি। উৎসব শান্তিপূর্ণ আনন্দমুখর পরিবেশে পালন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

প্রতিবছর চৈত্রসংক্রান্তিতে উৎসবটিকে ত্রিপুরা সম্প্রদায়ের ‘বৈসুক’ মারমারা ‘সাংগ্রাই’ এবং চাকমারা ‘বিজু’ নামে পালন করে থাকে। এছাড়া তঞ্চঙ্গ্যা সম্প্রদায় ‘বিষু’ ও অহমিয়া জনগোষ্ঠী ‘বিহু’ এবং অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায় নিজেদের ভাষায় ভিন্ন ভিন্ন নামে পালন করে থাকে তাদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসবটি।

উৎসবটিকে সামনে রেখে বৃহস্পতিবার রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘বিজু সাংগ্রাই বৈসুক বিষু বিহু মেলা ২০২৫’। এদিন বিকাল সাড়ে ৪টায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা। 

এ সময় রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ ও পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

মেলায় বসানো হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক, খাবার ও রকমারি পণ্য-সামগ্রী প্রদর্শনী। আয়োজন করা হয়েছে খেলাধুলা, নাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। 
মেলা অনুষ্ঠিত হবে প্রতিদিন বিকাল ৪টা হতে রাত ৯টা পর্যন্ত। এদিকে এদিন সন্ধ্যায় রাঙামাটি সার্কিট হাউজে ঈদ পরবর্তী শুভেচ্ছা এবং পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে আইনশৃঙ্খলার প্রস্তুতি নিতে প্রশাসন, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক বিশেষ গুরুতপূর্ণ সভা করেছেন পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। 
সভায় চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়, জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এছাড়াও উৎসবটিকে সামনে রেখে তিন দিনব্যাপী নাট্য উৎসব আয়োজন করেছে জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বৃহস্পতিবার বিকাল ৫টায় শহরের রাজবাড়ীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ নাট্য উৎসবের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রামের বর্ষীয়ান অভিনয় শিল্পী সুনির্মল চাকমা। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মো. ওয়ারেছ হোসেন।

আরবি/আবু

Link copied!