সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা ব্রাহ্মণবাড়িয়ার এসপির

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৭:২৫ পিএম

কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা ব্রাহ্মণবাড়িয়ার এসপির

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দালালমুক্ত পরিবেশ বজায় রেখে প্রার্থী নির্বাচন করা হবে বলে আশ্বস্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. এহতেশামুল হক।

শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসপি মো. এহতেশামুল হক জানান, আগামীকাল (রবিবার) থেকে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এবারের নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দালালমুক্ত পরিবেশ বজায় রেখে প্রার্থী নির্বাচন করা হবে।

এ নিয়োগ প্রক্রিয়ায় মোট ৫৭৮ জন প্রার্থী আবেদন করেছেন। তাদের প্রত্যেককে সঠিকভাবে যাচাই-বাছাই করে দক্ষ ও যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

তিনি আরও বলেন, আমি সকল প্রার্থী এবং তাঁদের অভিভাবকদের অনুরোধ জানাই-কেউ যেন কোনো দালালের খপ্পরে না পড়েন। এই নিয়োগে কোনো ধরনের অর্থ লেনদেন বা সুপারিশের স্থান নেই। শুধুমাত্র প্রার্থীর যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ওবায়দুর রহমান, ডিআইও-১ ডিএসবি মোহাম্মদ মহিদুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন, পুলিশ মিডিয়া উইংস এর ইনচার্জ উত্তম কুমার শর্মাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

আরবি/জেডআর

Link copied!