সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

পাওনা টাকা কেন্দ্র করে মানসিক রোগী নির্যাতন, শেরপুরে ক্ষোভের ঝড়

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৭:৪৯ পিএম

পাওনা টাকা কেন্দ্র করে মানসিক রোগী নির্যাতন, শেরপুরে ক্ষোভের ঝড়

ছবি: রূপালী বাংলাদেশ

শেরপুর সদর উপজেলার গাজীরখামারের গজারিয়া গ্রামে একজন মানসিক রোগীকে শিকলে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে এবং নির্যাতন করছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ৪ এপ্রিল শুক্রবার  বিকেলে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় শুরু হয়।

পরে এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, যে মানসিক রোগী মহিলাটিকে টানাহেঁচড়া করা হচ্ছে উনি গজারিয়া গ্রামের বাসিন্দা চিরকনী বেগম।

গত ছয় মাস আগে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তার পরিবারের অভিযোগ এ সময় অসুস্থ থাকাকালীন অবস্থায় সে বাড়ি হতে বের হয়ে যেয়ে বিভিন্ন মানুষের উপর আক্রমণসহ বিবস্ত্র হয়ে যেতো। এই বিব্রত পরিস্থিতি এড়াতে তাকে শিকলবন্দী অবস্থায় বাড়িতে রাখা হয়।

তবে এলাকাবাসী ও পরিবার জানায়, মহিলাটি মানসিক ভারসাম্য হারানোর আগে তার পৈত্রিক সূত্রে পাওয়া বেশ কিছু অর্থ ও স্বর্নলংকার তার পাশের বাড়ির মামা আঃ জলিলের স্ত্রীর কাছে গচ্ছিত রাখে।

শনিবার সেই গচ্ছিত অর্থ ও স্বর্ণালংকার তার আপন ভাই নুর ইসলামকে সাথে নিয়ে আনতে গেলে আব্দুল জলিলের স্ত্রী বিষয়টি অস্বীকার করে। তখন ওই মানসিক ভারসাম্যহীন নারী মাটিতে গড়াগড়ি খেলে তার ভাই তাকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে যায়।

বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা খোঁজ নিয়ে জানতে পারেন মূলত পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। এবং বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য উদ্দেশ্য মূলকভাবে ভিডিওটি ছড়িয়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মিজানুর রহমান ভূইয়া জানান, বিষয়টি আমরা ইতিমধ্যেই খোঁজ নিয়েছি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

আরবি/জেডআর

Link copied!