নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দৃপ্তি ডাইং কারখানায় মাটি খোঁড়ার সময় দেয়াল ধসে একজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে ফতুল্লা ইউনিয়ন পরিষদের পাশের ওই ডাইং কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আরাফুল ইসলাম (৩৫)।
আহত তিনজন হলেন- রাকিব, হৃদয় ও সোহেল। তাদের শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, “দৃপ্তি ডাইং কারখানায় চারজন শ্রমিক কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই মাটি খুঁড়ছিলেন। খোঁড়ার গভীরতা প্রায় ১০ ফুট হয়ে যাওয়ার পর হঠাৎ পাশের মাটি ও ইটের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান আরাফুল ইসলাম। বাকি তিনজন গুরুতর আহত হন।”
তিনি আরও বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে কারখানার কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :