চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতিঘাটা (টরকী) প্রধান বাড়িতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান মতলব উত্তর থানা পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, ওই গ্রামের মরহুম মেছবা প্রধানের ছেলে ইয়াছিন (২৬) গত দেড় থেকে দু’বছর আগে ব্রেইন সমস্যাজনিত কারণে সেনাবাহিনীর চাকরি ছেড়ে বাড়িতে চলে আসে।
বাড়িতে তার দুই ভাইয়ের পরিবার বসবাস করে আসছে, তার মা থাকেন ঢাকায়। তিনি বাড়িতে এসে একা একটি দোচালা ঘরে থাকতেন। তিনি অবিবাহিত। তিনি সকালে বাড়ি থেকে বের হতেন রাত ১০-১১টার সময় ঘরে ফিরতেন। তিনি প্রতিনিয়তই নেশাগ্রস্ত থাকতেন।
সোমবার (৭ এপ্রিল) বিকেল হয়ে গেলেও তার সাড়া না পেয়ে ভাই-ভাবিরা গিয়ে ইয়াছিন বলে ডাকে। ইয়াছিন কারো ডাকে সারা না দেয়ায় ঘরের দরজা বন্ধ পেয়ে ঘরের সিঁধ কেটে ঘরে ঢুকে দেখে ইয়াছিন ফাঁসি দিয়ে ঝুলে আছে।
এ খবর এলাকার মেম্বারকে জানালে থানায় খবর দেয়া হয়। থানা পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।
এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, সরেজমিনে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি নেশা করতেন।
এদিকে সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক খোকন বলেন, তিনি মানসিক রোগী নেশা করতেন। দেড় বছর পূর্বে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে বাড়ি ফেরত আসেন।
আপনার মতামত লিখুন :