ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পরিচয়হীন দুই নবজাতক চিকিৎসাধীন অবস্থায় আছে। এর আগে চিকিৎসাধীন অবস্থায় এক নবজাতকের মৃত্যু হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নবজাতকগুলো হাসপাতালের এনআইসিইউ (২৫নং) ওয়ার্ডে চিকিৎসাধীন।
সূত্রমতে, ৭ মার্চ হাসপাতালের টয়লেটে পড়ে ছিল একটি নবজাতক। একজন কর্মচারী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ২৫নং ওয়ার্ডে ভর্তি করে। এই নবজাতকটি পাওয়া যাওয়ার কিছুদিন আগে আরও দুটি নবজাতক পাওয়া যায়। তাদের মধ্যে ইতোমধ্যে একটি নবজাতক মারা গেছে।
তিনি আরও জানান, ঈদুল ফিতরের আগেও তিনটি নবজাতক সুস্থ ছিল। কিন্তু ঈদের পর একজনের মৃত্যু হয়। দুই নবজাতক একই ওয়ার্ডের এনআইসিইউতে রয়েছে। তাদের মধ্যে একটি মেয়ে ও আরেকটি ছেলে।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, পরিচয়হীন কতজন নবজাতক চিকিৎসাধীন তা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
আপনার মতামত লিখুন :