নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বরাব এলাকায় আনোয়ার হোসেন (২৬) নামে কুরিয়ার সার্ভিসের এক ডেলিভারীম্যান মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১টার দিকে তারাব পৌরসভার বরপা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের ডুমুরগাছা এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ডেলিভারীম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্টেডফাস্ট কুরিয়ারের ম্যানেজার শিমলু জানান, প্রতিদিনের মতো আজকেও আনোয়ার হোসেন কুরিয়ার ডেলিভারীর উদ্দেশ্যে ভূলতা অফিস থেকে গ্রাহকের পণ্য নিয়ে বের হন।
দুপুর ১টার সময় জানতে পারি ঢাকা-সিলেট মহাসড়কের বরাব এলাকায় আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমরা সাথে সাথে ঘটনাস্থলে এসে নিহত আনোয়ার হোসেনের লাশ দেখতে পাই।
বিষয়টি নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা এসে লাশটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় হস্তান্তর করি। নিহতের পরিবারের লোকজন থানায় উপস্থিত ছিলেন।
ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
ধারণা করা হচ্ছে, পেছন থেকে ভারী কোন গাড়ি আনোয়ার হোসেনের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আনোয়ার হোসেন ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় সিয়াম নামে তার সহযোগি গুরুত্বর আহত হন। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
আপনার মতামত লিখুন :