নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেলে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আশিকুর রহমান (৩০) নামের এক যুবলীগ নেতা আত্মহত্যা করেছে।
নিহত যুবলীগ নেতা উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশাররফ হোসেনের ছেলে এবং শম্ভুপুরা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
জানা যায়, উপজেলা শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশাররফ হোসেনের ছেলে আশিকুর গত সোমবার বেলা সাড়ে ১১ টায় পারিবারিক কলহের জেরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।
এ সময় আশাপাশের লোকজন এগিয়ে এসে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ণ ইউনিট এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালো ভর্তি করায়। পরে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে তিনি মারা যান।
সোনারগাঁ থানার (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান জানান, আশিকুর রহমান নামের একজন নিজ শরীরে আগুন দিয়ে মৃত্যুবরণ করেছে বলে শুনেছি। আমাদেরকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে খবর নিয়ে জেনেছি পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে এবং তার স্ত্রীর সঙ্গেও ঝগড়া চলছিল।
আপনার মতামত লিখুন :