নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চল এলাকা থেকে নিখোঁজের ৬ দিন পর মো. সিরাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) সকালে পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের বালুর মাঠের একটি ঝোঁপের ভেতর মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত সিরাজুল ইসলাম পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার মো. শামীম হোসেনের পিতা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে সিরাজুল ইসলাম নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর থেকে তাকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হয়।
ঘটনার পরদিনই পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি, যা পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি করে।
এ ঘটনায় সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ও পরিবারের স্বজনদের মাধ্যমে মরদেহটির পরিচয় শনাক্ত করতে পেরেছি। ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :