বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১২:০১ এএম

banner

বান্দরবানে পানির পাইপ ও শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিল বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১২:০১ এএম

বান্দরবানে পানির পাইপ ও শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিল বিজিবি

ছবি: সংগৃহীত

দুর্গম পাহাড়ি জনপদে এক ফোঁটা সুপেয় পানির জন্য প্রতিদিন লড়াই করতে হয় স্থানীয়দের। ঘণ্টার পর ঘণ্টা হাঁটে ঝিরি থেকে পানি আনতে হয়—এ যেন তাদের নিত্যদিনের বাস্তবতা। ঠিক এই কঠিন বাস্তবতার মাঝেই আশার আলো হয়ে এসেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বান্দরবানের রুমা উপজেলার আনন্দপাড়ায় বসবাসরত পাহাড়ি জনগণের জন্য সুপেয় পানির সংকট দূর করতে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) ৫০০ ফুট পানির পাইপ বিতরণ করেছে। বিজিবির এই মানবিক উদ্যোগ পাহাড়ি জনপদের জনজীবনে এনেছে স্বস্তি, আস্থা এবং এক নতুন ভোরের প্রতিশ্রুতি।

শনিবার (১৩ এপ্রিল) রুমা ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় নায়েব সুবেদার মো. মিজানুর রহমান আনন্দপাড়ার কারবারী (স্থানীয় প্রধান) এর হাতে আনুষ্ঠানিকভাবে পানির পাইপ হস্তান্তর করেন। একই সঙ্গে স্থানীয় শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ক্রয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

প্রায় ৩৫ কিলোমিটার দূরবর্তী দুর্গম আনন্দপাড়ায় বিজিবির এ ধরনের সহায়তা কার্যক্রম স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও আশার সঞ্চার করেছে। হস্তান্তর অনুষ্ঠানে বিজিবির অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে আনন্দপাড়ার মানুষ সুপেয় পানির তীব্র সংকটে ভুগছিল। এই সংকট নিরসনে এলাকার কারবারী রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম শাহ্ রেজার নিকট পানির পাইপ সরবরাহের আবেদন জানান। অধিনায়ক মানবিকতা বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং তারই ধারাবাহিকতায় এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।

এই উদ্যোগ আবারও প্রমাণ করে, সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্গম অঞ্চলের মানবিক ও সামাজিক উন্নয়নে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

আরবি/একে

Link copied!