ময়মনসিংহের ভালুকা উপজেলার ৬নং ভালুকা সদর ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটিতে অনৈতিক সুবিধা আদায়ের মাধ্যমে পৌর স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে সদস্য দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা কৃষক দলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে।
জানা যায়, ভালুকা উপজেলার ৬নং ভালুকা সদর ইউনিয়ন কৃষক দলের নবগঠিত ১৪০ সদস্য আহ্বায়ক কমিটি গত ১০ অক্টোরব ২০২৪ তারিখে অনুমোদন দেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক হুমায়ন কবির বুলবুল ও সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ ।
ওই কমিটিতে পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতকে অনৈতিক সুবিধা আদায়ের মাধ্যমে উপজেলার ৬নং ভালুকা সদর ইউনিয়ন কৃষক দলের ১২৮ নাম্বার সদস্য তারা।
রিফাতকে সদস্য রাখায় উপজেলা বিএনপি সহযোগী সংগঠনসহ ও কৃষক দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
এ ছাড়াও ভালুকা উপজেলার ৬ নম্বর ভালুকা সদর ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটিতে অনৈতিক সুবিধা আদায়ের মাধ্যমে বিতর্কিত সারুয়ার আলমকে সদস্য সচিব করা হয়।
রোববার (১২ এপ্রিল) বিকেলে পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতকে আটক করেন ভালুকা মডেল থানা পুলিশ। পরে রোববার দুপুরে রিফাতকে আদালতে প্রেরণ করা হয়।
একাধিক নেতাকর্মীরা জানান, ৬নং ভালুকা সদর ইউনিয়ন কৃষকদলের নবগঠিত কমিটিতে অনৈতিক সুবিধা আদায়ের মাধ্যমে পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতকে সদস্য ও আওয়ামী ফ্যাসিদের সাথে গত উপজেলা নির্বাচনে প্রচারের ছবি থাকার পর ও বিতর্কিত সারুয়ার আলমকে সদস্য সচিব করায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক ত্যাগী নেতাকর্মীরা এই কমিটিতে স্থান পায়নি।
ভালুকা উপজেলার ৬নম্বর ভালুকা সদর ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটির সদস্য সচিব সারুয়ার আলম জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে তা সঠিক নয়। প্রতিপক্ষরা কিছু ছবি এডিট করে প্রচার চালাচ্ছে।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারু জানান, অনৈতিক সুবিধা আদায়ের বিষয়টি সঠিক নয়।
আপনার মতামত লিখুন :