শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০২:৩২ পিএম

ধনবাড়ীতে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০২:৩২ পিএম

ধনবাড়ীতে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

ভুট্টার খেত, ছবি- রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের  জনপদের খাদ্য শস্য ভান্ডার হিসেবে খ্যাত ধনবাড়ী  উপজেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ভুট্টার বাম্পার ফলনে আশাবাদী কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার  ইউনিয়ন ও পৌরসভাসহ ১৪০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। বিঘাপ্রতি ৪০ মণ হিসাবে প্রায় ২৪ হাজার মেট্রিক টন ভুট্টার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অল্প খরচে ভালো ফলন ও দাম বেশি পাওয়ায় এবার কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ বেড়েছে। ভুট্টা চাষে বিঘাপ্রতি ১০-১২ হাজার টাকা খরচ হয়। বিঘাপ্রতি ৪০ মণ ভুট্টার ফলনে বিক্রি হতে পারে ২৫ হাজার টাকা।

উপজেলার যদুনাথ পুর ইউনিয়নের মমিনপুর গ্রামের  কৃষক রশিদ আকন্দ  জানান, বোরো চাষে উৎপাদন খরচ অনেক বেশি। অথচ যখন ধান কাটা মাড়াই শুরু হয় তখন ধানের বাজারে ধস নামে। ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন খরচই উঠে না। কিন্তু ভুট্টার উৎপাদন খরচ যেমন কম, দামও তেমন বেশি থাকে। ভুট্টার পাতা গো-খাদ্য ও গাছ জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়।

মুশুদ্দি ইউনিয়নের শয়া গ্রামের কৃষক তারেক মাহমুদ জানান, অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচও কম দামেও বেশি, তাই এবার ভুট্টা চাষ করছি। আশা করি ফলনও বাম্পার হবে। তবে ন্যায্য দাম পেলে কষ্ট সার্থক হবে।

উপজেলার মুশুদ্দি ইউনিয়নের কৃষি  উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদ আহম্মেদ জানান, গত বছরের তুলনায় এবার মুশুদ্দি ইউনিয়নে ভুট্টার আবাদ অনেক বেশি হয়েছে। আশা করছি ভুট্টার বাম্পার ফলন হবে এবং নিয়মিত কৃষকদের পর্যবেক্ষণ, পরামর্শ দিয়ে আসছি।

এ বিষয়ে ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার মো. মাসুদুর রহমান জানান, সব ধরনের ফসল উৎপাদনে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি। এতে কৃষকরা সহজভাবে কৃষি উপকরণ পায়। বিশেষ করে বীজ, সারের জন্য সার্বক্ষণিক মনিটরিং করছি। এবার ভুট্টার চাষ ভালো হয়েছে আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

আরবি/এসআর

Link copied!