সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মাণাধীন ৬তলা ভবন থেকে পড়ে ২জন শ্রমিক মারা গেছেন এবং আহত হয়েছেন আরও ১জন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় পৌরসভার শ্যামলীপাড়া মহল্লায় উল্লাপাড়া প্লাজার নির্মাণাধীন ৬ তলা ভবনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উল্লাপাড়া প্লাজার ৬ তলায় বাঁশের মই বানিয়ে, দড়িতে ঝুলিয়ে নির্মাণ শ্রমিকরা দেওয়াল প্লাস্টার করছিলেন। হঠাৎ করে মইয়ের বাঁশ ভেঙে গেলে দু’জন শ্রমিক মাটিতে পড়ে যান।
এদের মধ্যে উপজেলার ফলিয়া গ্রামের মাসুদ রানা (৪০) ঘটনাস্থলেই মারা যান এবং অপর শ্রমিক এনায়েতপুর গ্রামের খাদেম আলীকে (৪৫) হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।
উল্লাপাড়া প্লাজার ভবনের মালিকদের মধ্যে একজন হাজী আনোয়ার হোসেন জানান, ‘শ্রমিকরা অসতর্কভাবে কাজ করতে গিয়ে ৬ তলা থেকে পড়ে মারা গেছেন। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তাদেরকে আর্থিক সহায়তা করারও উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লাপাড়া থানা পুলিশ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন।’
উল্লাপাড়া থানার ডিউটি অফিসার মো. সেলিম জানান, ‘৬ তলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে ২ জনের মৃত্যুর ব্যাপারে নিহতদের পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।’
আপনার মতামত লিখুন :