কুড়িগ্রামে ‘নাশকতাবিরোধী’ বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি বজলার রহমান এসব তথ্য জানান।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রাম থানায় ৭ জন, রাজারহাটে ০২ জন, উলিপুরে ৩ জন, নাগেশ্বরী থানায় ১ জন, ফুলবাড়ীতে ৪ জন, ভূরুঙ্গামারীতে ৫ জন, চিলমারীতে ২ জন, রাজিবপুরে ২ জন, রৌমারীতে ১ জন, কচাকাটায় ২ জন ও ঢুষমারা থানায় ২ জনসহ মোট ৩১ জন।
জেলা পুলিশ জানায়, আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে বিগত সময়ে কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রৌমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, উলিপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নির্মল চন্দ্র রায়, জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন মোল্লা, সদরের মোগলবাসা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাফসির আহমেদ, কাঁঠালবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম রয়েছেন।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি বজলার রহমান বলেন, ‘নাশকতাবিরোধী বিশেষ অভিযানে জেলায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। তারা জেলার বিভিন্ন থানা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, সহযোগী ও পরিকল্পনাকারী। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।’
আপনার মতামত লিখুন :