মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

রাজবাড়ী‌তে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০২:৫৫ পিএম

রাজবাড়ী‌তে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত  ১, আহত ১১

ছবি: রূপালী বাংলাদেশ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালক নিহত হয়ে‌ছেন। আহত হয়েছেন অপর বাসের চালকসহ অন্তত ১১ জন। গতকাল শ‌নিবার রাত সা‌ড়ে ১১টার দি‌কে রাজবাড়ীর কালুখালী‌ উপ‌জেলার রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কের কা‌লিবা‌ড়ী গ‌ড়িয়ানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাচ্চু শেখ গোল্ডেন লাইন পরিবহনের বাসের চালক ছিলেন।

এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার ওসি হারুন-অর-রশিদ জানান, রাত সা‌ড়ে ১১টার দি‌কে কু‌ষ্টিয়া থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগা‌মী হা‌নিফ প‌রিবহ‌ন ও বিপ‌রীত দিক থে‌কে আসা গোল্ডেন লাইন পরিবহনের মুখামুখি সংঘর্ষ হয়। এতে দুই বা‌সের চালকসহ অন্তত ১২ জন আহত হয়। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে আহত‌দের উদ্ধার ক‌রে রাজবাড়ী ও কালুখালী হাসপাতা‌লে পাঠায়।

ওসি হারুন-অর-রশিদ আরও জানান, আহতদের হাসপাতা‌লে নেওয়ার পর চি‌কিৎসক বাসচালক বাচ্চু শেখ‌কে মৃত ঘোষণা ক‌রেন। প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে, ওভার‌টে‌কিংয়ের কার‌ণে এই ঘটনা ঘ‌টে‌ছে।

আরবি/জেডআর

Link copied!