স্ত্রী সহ মোটরসাইকেল নিয়ে গাইবান্ধায় আসার পথে গাছের গুড়ির সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী আবু সাইদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি সাঘাটা উপজেলার উত্তর উল্লাহ গ্রামে।
সাঘাটা থানা পুলিশ জানায়, রোববার দুপুরে সাঘাটা উপজেলার উল্লাবাজার এলাকার বাড়ি থেকে স্ত্রীকে পেছনে বসিয়ে গাইবান্ধার দিকে আসছিলেন আবু সাইদ। পথিমধ্যে ভাঙ্গামোড় নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হাড়িয়ে রাস্তার পাশে একটি গাছের গুড়ির সাথে ধাকা লেগে ছিটকে পড়ে চালক আবু সাইদসহ তার স্ত্রী। এতে ঘটনাস্থলেই আবু সাইদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে চিকিৎসা দেয়া হচ্ছে। সাঘাটা থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার পর রাস্তার পাশ থেকে ওই গাছের গুড়ি সরিয়ে দেয়া হয়।
আপনার মতামত লিখুন :