বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের জাটকা ও জালসহ ১০ জেলে আটক করেছে কোষ্টগার্ড। রবিবার (১৭ নভেম্বর) ভোররাত ৪ টার দিকে ট্রলার দুটি বলেশ্বর নদীর মোহনা থেকে আটক করা হয়। রবিবার (১৭ নভেম্বর) বেলা ১২ টার দিকে তাদেরকে মোবাইিল কোর্টে তুলে অর্থদন্ড দেয়া হয়েছে। এ সময় জাটকা ইলিশ, ৭২০০ কেজি ১৮০ মন ১২ লাক্ষ মিটার কারেন্ট জালসহ দুটি ট্রলার ও ১০ জেলেকে আটক করেছে কোষ্ট গার্ড সদস্যরা।
কোস্ট গার্ড কর্মকর্তা মনজুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মোবাইিল কোর্ট পরিচালনা করে ট্রলারে থাকা বাগেরহাট ও শরখলোর ১০ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমারের উপস্থিত ছিলেন।
মোরেলগঞ্জ জোনের কোস্ট গার্ড কর্মকর্তা মনজুর হোসেন জানান, একই সাথে ট্রলারে থাকা ৪ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১২ লক্ষ মিটার কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বস ও ৭ হাজার ২০০ কেজি জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও অসচ্ছল লোকদের মাঝে বিলিয়ে দেয়া হয়।
আপনার মতামত লিখুন :