ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

নাটোরে ১শ’ প্রতিবন্ধী পেল কম্বল

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০৮:০৬ পিএম

নাটোরে ১শ’ প্রতিবন্ধী পেল কম্বল

ছবি: রূপালী বাংলাদেশ

নাটোরে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ এর আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে নাটোর সদর উপজেলার লালমনিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠণের পরিচালক লন্ডন প্রবাসী সমাজসেবী ফরিদা ইয়াসমিন জেসি‍‍`র তত্বাবধানে নাটোর জেলা টিম এই অনুষ্ঠানের মাধ্যমে ১২টি গ্রাম থেকে প্রকৃত ১শ’ দুস্থ প্রতিবন্ধীর হাতে ১শ’ টি কম্বল তুলে দেন। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।

বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন, আব্দুল মান্নান, কামরুল ইসলাম, আবুসামা, আফতাব সরকার, ফজলুল হকসহ অন্যানরা ৷ বক্তারা আর্ন এন লিভ এর এই আয়োজনকে স্বাধুবাদ জানান। শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে এই প্রয়াসের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন। শীতের কম্বল পাওয়া প্রতিবন্ধী শরিফুল ইসলাম বলেন, আমরা যারা প্রতিবন্ধী, তাদের খুবই কষ্টের জীবন। লিভ এন আর্ন যে এই তীব্র শীতে আমাদের কষ্টের কথা ভেবে যে কম্বল দিল, খুব ভাল মানের। আমার শীতের কষ্টটা কমল। আরেক শারিরিক প্রতিবন্ধী আক্কাস আলী সংগঠনের জন্য দু’হাত তুলে দোয়া করেন।

এছাড়া অন্যান্য সুবিধাভোগীদের কম্বল হাতে পাওয়া পর  খুবই হাসি মুখে দেখা যায়। সমন্বয়ক হিসেবে সার্বিক ব্যবস্থা করেন বাংলা টিভি ও দৈনিক রূপালী বাংলাদেশ নাটোর জেলা প্রতিনিধি মেহেদী হাসান বাবু।

আরবি/জেডআর

Link copied!