ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বাগেরহাটে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০৮:২৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ ষড়ঋতু‍‍`র দেশ, বছর ঘুরে চলে এসেছে বর্ষা, বইছে সুবাতাস। নদী, খাল বিল, হাওড় বাওড়ে বাড়ছে পানি। তাই নৌকা তৈরির কাজে বাগেরহাটের চিতেলমারীর কারিগররা পার করছেন ব্যস্ত সময়। দিনরাত হাতুড়ি-বাটালের ঠুকঠুকানিতে মুখর বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া বাজার। হাওড়, বাওড়, খাল, বিল ও নদীমাতৃক বাংলাদেশ। এদেশে বর্ষা মৌসুমে নিম্মাঅঞ্চলের মানুষের বাহন হিসেবে নৌকার প্রচলন আবহামান কালের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত। বর্ষাকালে মৎস্যজীবীরা মাছ ধরার কাজে নৌকার ব্যবহার সহ নিচু এলাকার মানুষের নৌকার প্রচলন অতি গুরুত্বপূর্ণ।

নৌকা তৈরির কারিগর হাফিজুল শেখ বলেন, দৈনন্দিন যে মুজুরী পান তাতে তাদের পরিবার সাচ্ছন্দে চলতে পারে। বর্ষা মৌসুমে তারা নৌকা তৈরীর কাজে ব্যস্ত থাকেন। 

নৌকার এক ব্যাপারির সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি ১০ থেকে ১৫ বছর এই নৌকার ব্যাবসা করি আমি বর্তমানে এখান থেকে নৌকা নিয়ে দেশের বিভিন্ন যায়গায় গিয়ে বিক্রি করি। এই নৌকা বিক্রি করে আমি অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে।

নৌকার ব্যবসায়ী রমজান শেখ বলেন, দুরদুরন্তের হাট বাজারের ব্যপারিরা চিতলমারী থেকে পাইকারি দামে নৌকা কিনে বিবিধ যান বাহনে নিয়ে যান। ৮ থেকে ১০ হাত দৈর্ঘ্যরে নৌকা চার-পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে। নৌকা বড় হলে দামও বাড়ে। সেগুলোর মূল্য চুক্তি মোতাবেক ১৩ থেকে ১৫ হাজার টাকার মধ্যে তৈরি করে দেয়া হয়। এখান থেকে পাইকারি এবং খুচরা হিসাবে নৌকাগুলো বিক্রি করা হয়।