সারাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের উপর হামলা, গ্রেপ্তার ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শরীয়তপুরের জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে ভেদরগঞ্জ উপজেলার বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচীকে কেন্দ্র করে কয়েকশ শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে হ্যালিপ্যাড মোড় প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয় সামনে ফিরে আসে।
এসময় তাদের সাথে অংশ নেয় শিক্ষকরাও। বিক্ষোভ কর্মসূচির একপর্যায়ে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীরা এসে তাদেরকে জোরপূর্বক সরিয়ে দেয়ার চেষ্টা করলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, আমাদের এতোগুলো ভাইয়ের মৃত্যু হয়েছে। এ মৃত্যুর দায়ভার সরকারের নিতে হবে। আমরা এ হত্যার বিচার চাই। বিচার না হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
আন্দোলন সমন্বয়ক রহমাতুল্লাহ নেহাল বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতার ও হত্যার ঘটনা ঘটেছে। অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের ভাইদের। তারই অংশ হিসেবে আজ আমরা রাস্তায় নেমেছি। আমরা এ হত্যার বিচার দাবি করছি।
বিশ্ববিদ্যালয় প্রক্টর এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক ইমামুর রহমান বলেন, সারাদেশে বৈষম্যবিরোধী যে আন্দোলন চলছে তার অংশ হিসেবে আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করতে এসেছিলেন। তাদের নিরাপত্তার কথা ভেবে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ও প্রশাসনিক লোকজন সঙ্গে ছিলাম। যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন শেষ করে চলে গেছে।
আপনার মতামত লিখুন :