ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

জামালপুরে শিক্ষার্থী-সরকারি দলের নেতাকর্মীর ধাওয়া পাল্টা-ধাওয়া

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০৯:৪৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

জামালপুরে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই হত্যাকান্ড, গণ-গ্রেফতার এবং নির্যাতনের প্রতিবাদে শনিবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের পুরাতন বাইপাস মোড় থেকে নিপীড়ন বিরোধী বিক্ষোভ মিছিল বের করে মির্জা আজম চত্বরে গিয়ে সড়ক অবরোধ করে। এর এক ঘন্টা পরে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভ মিছিল নিয়ে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের দিকে অগ্রসর হয়। এ সময় মিছিল থেকে রাস্তার দুইপাশে থাকা ১৫ আগস্ট উপলক্ষে টাঙানো ব্যানার ফেস্টুন ছবি ছিড়ে ফেলে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

এছাড়াও সরকারি আশেক মাহমুদ কলেজে জাতির পিতার ম্যুরালে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। পরে মিছিলটি শহরের নতুন হাইস্কল মোড়ে পৌছলে পুলিশ বাঁধা দেয়। এ সময় শিক্ষার্থী ও সরকারি দলের নেতা-কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও দুই পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়।

এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) সোহেল মাহমুদ জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা শহরের মির্জা আজম চত্বরে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে মিছিলটি নতুন হাইস্কল মোড়ে পৌছলে পুলিশ বাঁধা দেয়। এসময় উত্তেজিত আন্দোনকারীদের নিয়ন্ত্রন করতে পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট বর্ষণ করে। এ ঘটনায় পুলিশ কিংবা আন্দোলনকারী কেউ হতাহত হয়নি।