বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মশাল মিছিল করেছে ছাত্র জনতা।
শনিবার (৩ আগস্ট) রাতে উপজেলার গুপ্টি পশিশ্চম ইউনিয়নের লাউতলী ডা: রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ এলাকায় এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি কলেজ এলাকা ও আশপাশের কয়েকটি সড়কে অবস্থান নিয়ে কলেজ প্রাঙ্গণে সমাপ্ত করে, এসময় বক্তব্য রাখেন মো: মাহবুব আলম, সারোয়ার হোসেন, সিয়াম, রিয়াদ হোসেন প্রমুখ।
তারা ছাত্র জনতার দাবী মেনে নেওয়া আহ্বান জানায়।