পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ লক্ষ্য করে দুই আওয়ামী লীগ নেতার ছোড়া গুলিতে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় অন্তত ৪০ জন আহত হয়েছেন।
রোববার দুপুরে শহরের আব্দুল হামিদ সড়কের জেবি মোড়ে এ ঘটনা ঘটে। গুলির বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাসুদ আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারার মধ্য দিয়ে সহস্রাধিক শিক্ষার্থী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ সড়কের জেবি মোড়ে অবস্থান নেয়। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় শিক্ষার্থীদের পেছন থেকে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক অতর্কিত গুলি বর্ষণ শুরু করে। এতে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী জাহিদু ইসলাম (১৯), মাহবুবুল হোসেন (১৬) ও ফাহিম (১৭) নামের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন।
পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনার পর থেকে শিক্ষার্থীরা আব্দুল হামিদ সড়কে অবস্থান করছে।
এদিকে, পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে কিছু সময়ের জন্য বিক্ষোভ ছত্রভঙ্গ হয়ে যায়। মৃত্যুর খবর শিক্ষার্থীদের কাছে পৌঁছালে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ প্রদর্শন ও স্লোগান দিয়ে তাদের দাবি প্রকাশ করে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের ঘোষিত কর্মসূচি পালন করছিল। এ সময় পেছন থেকে পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক হামলা চালায়। তবে পুলিশ ধাওয়া দিলে তারা পিছু হটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা তিনি।
বিক্ষোভকারী একাধিক শিক্ষার্থী বলেন, আমাদের ৪০ জন ভাই আহত হয়। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন মারা গেছে।
আরবি/ এইচএম