শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০৪:৪৩ পিএম

নন্দীগ্রামে রাজনৈতিক মামলাসহ গ্রেপ্তার ৪৫৮

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০৪:৪৩ পিএম

নন্দীগ্রামে রাজনৈতিক মামলাসহ গ্রেপ্তার ৪৫৮

ছবি: রূপালী বাংলাদেশ

কোটা সংস্কার আন্দোলন চলাকালে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিক্ষোভ বা সহিংসতার ঘটনা ঘটেনি। বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা এ উপজেলায় কোনো কর্মসূচি পালন করতে পারেনি। রাষ্ট্রীয় সম্পদ, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কোনো ধরণের সংঘাতে জড়াতে চান না এখানকার মানুষ।

রোববার সকাল থেকে শহরের বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকায় থানা পুলিশের সতর্ক অবস্থান, টহল ও তৎপরতা লক্ষ্য করা গেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনা ঘটলেও নন্দীগ্রাম উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক। সম্প্রতি সহিংসতা ঠেকাতে দেশজুড়ে কারফিউ (সান্ধ্য আইন) চলাকালেও উপজেলার প্রতিটি বাসস্ট্যান্ডসহ শহর-বাজারের দোকানপাট, শপিংমল ও মার্কেট খোলা ছিল। রণবাঘা পশুরহাট সচল থাকার পাশাপাশি প্রতিটি সড়কে যানবাহন চলাচল করেছে। তবে মহাসড়কে বাস-ট্রাক ও পণ্যবাহী যানবাহন চলাচল সাময়িক বন্ধ ছিল।
 

এদিকে থানা পুলিশের অভিযানে রাজনৈতিক মামলা এবং সাত মাসে মাদক, জুয়া, চুরি, গরু-ধান লুটসহ নানা অপরাধে ৪৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো তদবিরে মাদক ও রাজনৈতিক মামলার আসামীর ব্যাপারে আপস করেননি থানার ওসি আজমগীর হোসাইন আজম। রাজনৈতিক মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর ও পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডারসহ ১৫ জন নেতাকে আটক করা হয়। গত বছরের বিএনপির হরতাল-অবরোধ চলাকালে
যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে পৃথক মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করে পুলিশ।
 

প্রাপ্ত তথ্যে জানা গেছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত সাত মাসে মাদক বিরোধী অভিযানে ১৮ কেজি গাঁজা, ২৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২২২ পিস ট্যাপেন্টাডল ও দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। রাতের বেলায় সন্দেহভাজন বহিরাগত দেখামাত্র পদক্ষেপ নেওয়াসহ চুরি-ডাকাতি ও ছিনতাই ঠেকাতে রাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। চুরি যাওয়া গরু, মোটরসাইকেল, লুন্ঠিত মোবাইল ফোন ও ধান উদ্ধারসহ চোর চক্রের একাধিক সিন্ডিকেটের সদস্যদের গ্রেপ্তার করায় চুরির প্রবণতা হ্রাস পেয়েছে। এ উপজেলার আবাদি মাঠের গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি করে মোবাইল নম্বর লিখে চিরকুট ফেলে যাওয়ার আলোচিত ঘটনায় চক্রের হোতা আক্কাস আলীকে গ্রেপ্তার করে পুলিশ। সে কাহালু উপজেলার মৃত আজিম উদ্দিন শেখের ছেলে। গরু ব্যবসায়ীর পথরোধ করে মারপিট ও গরু বিক্রির পৌনে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জাকারিয়া হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার শরিষাবাদ গ্রামের মকবুল হোসেনের ছেলে। গত ২৭ ফেব্রুয়ারি বগুড়া নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার সিংজানী সাগলাল মোড়ের পাশে গোয়ালিয়া মাঠে সরিষাক্ষেত থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। দুইদিন পর সেই অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করে পুলিশ। ৪০ বছর বয়সী কৃষক মোত্তালিব হোসেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। বিয়ের পরদিন পীরগঞ্জের নিজ বাড়ি থেকে নিখোঁজের ৭দিন পর নন্দীগ্রামে তার লাশ পাওয়া যায়। ২৩ ফেব্রুয়ারি নন্দীগ্রাম পৌর শহরের জনতা মার্কেটে মা মোবাইল প্যালেসে দুঃসাহসিক চুরির ঘটনায় জড়িতদের মধ্যে একজনকে গ্রেপ্তার ও লুন্ঠিত মালামালের মধ্যে ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াছিন আরাফাত মোল্লা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর পশ্চিমপাড়ার নুরুল ইসলামের ছেলে। ২৯ এপ্রিল নন্দীগ্রামের রনবাঘা বাজার সংলগ্ন মহা সড়কের বাঁশের ব্রিজ এলাকা থেকে পাটের বস্তাভর্তি ৫০১মণ ধান ট্রাকে লুটের ঘটনা ঘটে।

অভিযান চালিয়ে চক্রের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর জামালপুর সদর থানা এলাকা থেকে লুটের কাজে ব্যবহৃত ট্রাক এবং পাবনার চাটমোহর থানা এলাকা থেকে লুন্ঠিত বস্তাভর্তি ধান উদ্ধার করা হয়।
 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন আজম বলেন, রাজনৈতিক কর্মসূচি বা কোটা সংস্কার আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সতর্ক অবস্থানে আছে পুলিশ। নাশকতা, মাদক, জুয়াসহ কোনো অপরাধীর সঙ্গে আপস নেই। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!