সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের অন্তত ১৩ সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষ এখনো চলছে।
পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমাদের সময় এ ঘটনায় ১১ নিহতের তথ্য নিশ্চিত করেছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক। তিনি জানান, এনায়েতপুর থানায় হামলা করেছেন বিক্ষোভকারীরা। এ পর্যন্ত পুলিশের ১১ সদস্যের মরদেহ পাওয়া গেছে। সংঘর্ষ চলছে।