ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

দেড় যুগ পর কাঠালিয়ায় জামায়াতের বিজয় মিছিল

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪, ০৮:১৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

দীর্ঘ দেড় যুগ পরে ঝালকাঠির কাঠালিয়ার জামায়াত ইসলামী বাংলাদেশ দলটি আজ মঙ্গলবার বেলা ১১টায় বিজয় মিছিল বের করে। মিছিলটি উপজেলার বাসস্টান্ড থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় বাসস্টান্ডে গিয়ে শেষ হয়। 

এসময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামি বাংলাদেশের উপজেলা আমীর মাস্টার মো.মজিবুর রহমান, সেক্রেটারী জেনারেল অধ্যাপক মো.সাঈদুর রহমান, সাবেক সেক্রেটারী ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা নাসির উদ্দিন, আমুয়া ইউনিয়ন আমীর মো. আবদুর রহিম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো.মেহেদী হাসান প্রমূখ। বিজয় মিছিলে সহস্রাধিক দলীয় নেতাকর্মী এতে অংশ নেয়।

সভায় বক্তরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ দেড় যুগ আওয়ামী সন্ত্রার্সীদের দুঃশাষনে ছিলাম। 

এ জালিম সরকার আমাদের দলের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। এর সঠিক বিচার দাবি করেন বক্তারা।

এছাড়া এদিন উপজেলা সদরে  শিক্ষার্থী ও সমন্বয়কারি রাজু আহমেদ, মাজেদ খান ও তাহসান তালুকদারের নেতৃত্বে এক বিজয় মিছিল বের হয়।  এদিন সকাল ১০টায়  আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের ব্যানারে এক বিজয় মিছিল বের হয়। পরে শহীদ মিনারে বক্তব্য রাখেন শিক্ষার্থী মো.রাকিব হোসেন, ইয়াছির আরাফাত, সানজিদা আক্তার ও সুমাইয়া আক্তার প্রমূখ।