ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

শহর পরিষ্কারে ব্যস্ত ঝিনাইদহের শিক্ষক-শিক্ষার্থীরা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ০৩:০২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ বুধবার (৭ আগস্ট) সকালে আরাপপুরের ঝিনুক চত্বর, পায়রা চত্বর, শহীদ মিনার, প্রেরণা একাত্তার চত্বর, হামদহ, সদর হাসপাতালসহ কয়েকটি এলাকায় সড়ক ও স্থাপনার সামনে করতে দেখা যায় তাদের।

তাদের এই কর্মসূচিতে যোগ দিয়েছে আন্দোলনকারী বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এদের মধ্যে রয়েছে আলোর দিশারী সেচ্ছাসেবী সংগঠন, জেলা স্কাউট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের কয়েকশ সদস্য।

এ সময় শিক্ষার্থীরা বলেন, কোটাবিরোধী আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোটা পরিষ্কারসহ শহরের নানা আবর্জনা পরিষ্কার করছেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষক বলেন, বুধবার সকাল ৬টা থেকে সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে এবং ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা এবং সড়কের ডিভাইডারের ময়লা পরিষ্কার করে পৌরসভার ময়লার স্তূপে রাখা হয়।

এ কর্মসূচি চলমান থাকবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।