ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

শহীদ মামুনের পরিবারের পাশে জামায়াত আমির

শরিয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ০৪:০৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

দেশের কোটা সংস্কার আন্দোলনে গত ১৮ জুলাই রাত ১২ টার দিকে বিজিবির গুলিতে নিহত হন ঢাকার তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মামুন মিয়া (২৫)। আজ শহীদ মামুনের কবর জিয়ারত করেন, জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা আমির মাওলানা আব্দুর রব হাসেমি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা তিতুমীর কলেজের অন্যতম শহীদ মেধাবী ছাত্র মামুন মিয়ার কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করেন, মুহতারাম জেলা আমীরে জামায়াত আব্দুর রব হাসেমি। 

তিনি শহীদ মামুন মিয়ার কবর যিয়ারত করেন ও তার পরিবারের খোঁজ খবর এবং পরিবারে পাশে থাকার ঘোষণা দেন

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলাম শরীয়তপুর জেলা আমির আব্দুর রব হাসেমি, জেলা সেক্রেটারি মনিরুজ্জামান, সদর উপজেলার আমির মো. বেলাল হোসেন, শহর পৌর জামায়াতের আমির শহিদুল ইসলাম সহ জামায়েত ও ইসলামি ছাত্র শিবিরের নেতাকর্মীরা।