পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ায় ডাকাতির ঘটনা ঘটে। ১০ আগস্ট রাত আনুমানিক ৩ টার সময় জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোঃ শাহ আলম এর বাসায় ৪ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে ডাকাতি করে। এসময় ডাকাতরা ২ জনকে শারীরিক নির্যাতন করে স্বর্ণের চেইন, চুরি, আংটি ও রুলি সহ সাড়ে ৪ ভরি স্বর্ণ, ৫২ হাজার ৫শ টাকা, ২টি এন্ড্রয়েড মোবাইল নিয়ে যায়।
তিনি আরো জানান, ডাকাতির সময় ডাকাতরা রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত আমার বাসায় অবস্থান করে।
জেলা আমির জানান আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন তাকে নানান পরীক্ষায় ফেলেন। আমাকে হয়তো আল্লাহ পরীক্ষা করছেন, আমরা ধৈয্য ধারণ করবো। সেনা ও পুলিশ সদস্যরা তল্লাশি চালাচ্ছেন। জামায়াতের কর্মীরা কোন তথ্য পেলে প্রশাসনকে সহায়তা করবে।