ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

রাণীশংকৈলে হিন্দুদের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৫:২৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

রাণীশংকৈলে শনিবার দুপুরে উপজেলার প্রধান প্রধান সড়কে সারাদেশে সাম্প্রদায়িক হামলা, মন্দির ভাঙচুর, শ্মশানের জমি
দখল অগ্নিসংযোগ ঘর-বাড়ি ভাঙচুর দোকান লুটপাট, নারী নির্যাতন ও দেশত্যাগের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে হিন্দু- বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সনাতন সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষ।

মানববন্ধনে সনাতন সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কমকর্তা রাকিবুল হাসান, এএসপি সার্কেল ফারুক হোসেন, ওসি জয়ন্ত কুমার সাহা, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, পূজা উদযাপন পরিষদ সভাপতি ছবি কান্ত দেব, সহ সভাপতি পরিমল বসাক, সাধারণ সম্পাদক সাধন বসাক, হিন্দু নেতা জগদীশ চন্দ্র রায়, অধ্যক্ষ মহাদেব বসাক ও অধ্যাপক প্রশান্ত বসাক প্রমুখ। 

এসময় সেনাবাহিনীর একটি টহল টিম উপস্থিত ছিলেন।