বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিএনপি নেতারা শোক-স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
শনিবার বাদ আছর নন্দীগ্রাম পৌর শহরের বাসস্ট্যান্ড কলেজ জামে মসজিদে শোক ও স্মরণ সভার আয়োজন করেন বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ফজলে রাব্বি তোহা।
এতে স্থানীয় বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ছাত্র জনতা ছাড়াও সাবেক নেতারা উপস্থিত ছিলেন। ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন কলেজ জামে মসজিদের ইমাম মুফতি মুশফিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ্ব রুহুল আমিন, সাবেক কাউন্সিলর ওবাইদুর রহমান রবি, আব্দুর রাজ্জাক সোনার, সাবেক কাউন্সিলর রহমত আলী, জেলা যুবদলের সাবেক সদস্য ও নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সরকার আপেল, উপজেলা যুবদল নেতা ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, স্থানীয় যুবদল নেতা মিলন, খালেক, হাসান, ওসমান বাবু, রুবেল, আলামিন, ইমরান, রাকিব প্রমুখ।
আপনার মতামত লিখুন :