ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হঠাৎ গুলিতে নিহত শিশু আহাদের কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভাগীয় সহ-সভাপতি, ফরিদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি, জেলা বিএনপি`র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু।
শনিবার (১০ আগস্ট) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামের আবুল হাসান শান্তর ৪ বছরের ছেলে আহাদের কবর জিয়ারত ও তার বাবা মাকে সমবেদনা জানিয়েছেন।
নিহত শিশু আহাদ ঢাকার রায়েরবাগ এলাকায় গত ১৯ জুলাই আটতলা ভবনের বারান্দায় বাবা মায়ের মাঝ থেকে হঠাৎ গুলিবিদ্ধ হয়ে পরের দিন হাসপাতলে মৃত্যুবরণ করে। শিশু আহাদের কবর জিয়ারত শেষে তার পরিবারের খোঁজখবর ও সমবেদনা জানাতে ছুটে যান আহাদের বাড়িতে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি`র নেতাকর্মীরা। পরে ভাঙ্গা পৌর বিএনপি`র উদ্যোগে এক পথসভার আয়োজন করেন।
পথসভায় ভাঙ্গা পৌরসভার দাড়িয়ার মাঠ এলাকায় সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, কড়া হুশিয়ারী দিয়ে বলেন, জাতির এই ক্রান্তিকাল লগ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চোখ, কান সজাগ রেখেছেন, কেউ কোন অপকর্মের সঙ্গে জড়িত হচ্ছে কি না, কে কোথায় হাত দিবেন হুশ করে দিবেন। এর দায়ভার বিএনপি নেবে না। সাবধান থাকবেন। টাকার খোঁজে কেউ বাসস্টান্ডে যান, অটো স্ট্যান্ডে যান ব্যক্তিগত দায়িত্বে যাবেন, বিএনপি এর দায়িত্ব গ্রহণ করবে না, কথা স্পষ্ট। সুতরাং সবাই যার যার কর্মস্থলে চলে যান। যে যেই কর্ম করতেন সেই কর্ম করবেন, আর আদর্শিকভাবে বিএনপি`র সঙ্গে থাকবেন।
সভায় ভাঙ্গা পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান পান্নার সভাপতিত্বে ও পৌর বিএনপি`র যুগ্ন আহবায়ক আলীউজ্জামান লাভলুর পরিচালনায় আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ ফজলে সোবাহান শামীম ও মিজানুর রহমান মুন্সী, ভাঙ্গা উপজেলা বিএনপি জয়েন সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মো. নুরুজ্জামান (বিল্লাল), উপজেলা কৃষক দলের সভাপতি সাইদুর রহমান মুন্সী, সাধারণ সম্পাদক সামাদ খন্দকার, পৌর কৃষকদলের সভাপতি ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মো. আলম মুন্সি, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জাকারিয়া মুন্সি, পৌর বিএনপি`র যুগ্ন-আব্বায়ক ওসমান মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার সাইদুর রহমান মিঠু, জেলা যুবদলের সহ-সম্পাদক কামরুল হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা ছাত্রদল নেতা মো. আবিদ শিকদার, ছাত্রদল নেতা ইমরান মুন্সি, জোবায়ের আহমেদ, আশরাফ হোসেন, ঘারুয়া ইউনিয়ন বিএনপি`র সভাপতি মধু মাতুব্বর, মানিকদহ ইউনিয়নের আব্দুল কুদ্দুস সহ পৌর ও তৃণমূল বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রমুখ।