কিশোরগঞ্জের বাজিতপুরে কোটা সংস্কারের দাবিতে দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২টায় বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের গজারিয়া এলাকাবাসীর আয়োজনে, জামিয়া ইসলামিয়া জুবায়েরিয়া হোসাইনিয়া বি খাশালা গজারিয়া মাদ্রাসা প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পিরিজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম দরবেশ এর সভাপতিত্বে ও নেয়ামুল হুদার সঞ্চালনায়, বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবুল কাশেম, বাজিতপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফারুক আহাম্মদ, পিরিজপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডাক্তার হাবিব, পিরিজপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, পিরিজপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক নাঈম ইসলাম সহ
এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি`র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :