সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সর্বস্তরের জনগণ।
রবিবার (১১ আগস্ট) উপজেলার বাজারে প্রধান প্রধান সড়কে বিকাল ০৪:০০ টা থেকে ০৫:০০ টা পর্যন্ত হাজার হাজার সনাতন ধর্মলম্বীরা এ প্রতিবাদে অংশ গ্রহণ করে।
এ সময় দেশের অধিকাংশ জেলার বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হিন্দু মা বোন ভাইদের নির্যাতন এবং হত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়,পরে সমাবেশটি বিক্ষোভ সমাবেশে পরিণত হয়। উপজেলার বিভিন্ন সড়কে বিক্ষোভটি প্রদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়।আবার পুনরায় মির্জাপুর বাইমহাটি পালপাড়া কালি মন্দিরে এসে মিলিত হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে, বক্তৃতা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার সেন লালু, সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল, যগ্ম সম্পাদক স্বপন মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি বিকাশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শঙ্কর, মির্জাপুর কলেজের সাবেক জিএস বিপ্লব সাহা, সাহাপাড়া স্কন মন্দিরের ভক্ত উজ্জল দাস, ব্যবসায়ী শুভ সাহা প্রমুখ।
মির্জাপুর উপজেলার সনাতন সম্প্রদায় ঐক্য পরিষদ কমিটির আয়োজক সুজিৎ গোস্বামী ও অনিক গোস্বামীর উদ্যোগে কার্যক্রম সফল হয়েছে।
বক্তারা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হয়, সনাতন সম্প্রদায়ের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা সহ হিন্দু মা–বোনদের লাঞ্ছিত করা এবং দেশছাড়ার হুমকি দেওয়া হয়েছে এর বিরুদ্ধে
দ্রুত পদক্ষেপ নেয়া এবং ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের পাশে দাঁড়াতে হবে।
আপনার মতামত লিখুন :