গত ১ জুলাই থেকে সরকারী চাকরিতে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে সারাদেশ যখন উত্তাল জনসমুদ্র তখনই স্বৈরচারী শাসক এ দেশের ছাত্র সমাজকে রাজাকার বলে আখ্যায়িত করে।
আন্দোলন ফুঁসে উঠে আরো একধাপ ৯ দফা থেকে ১ দফার মাধ্যেমে সারাদেশের আপামর জনতা এই স্বৈরচারী শাসককে ক্ষমতাচ্যুত করে। এরই মাধ্যেমে বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন করে ছাত্র-জনতা।
বিজয়ের উল্লাসে মাতামাতি করে সকল শ্রেণী পেশার মানুষ। সকলের মুখের কোনায় যেন ১৬ টি বছর ধরে জমে থাকা হাসি ফুটে ওঠে একসাথে। এই বিজয়ের রেশ ধরে রাখতেই ঝিনাইদহে দেয়ালে দেয়ালে করা হয়েছে ক্যালিগ্রাফি।

গত ১০ তারিখ থেকে ঝিনাইদহের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেমন, কেন্দ্রীয় মসজিদের দেয়ালে, দেবদারু এভিনিউ, মুজিব চত্তর এর দেয়ালে করা হচ্ছে আরবি ক্যালিওগ্রাফি।
কথা হয় এই কাজের সাথে যুক্ত ক্যালিগ্রাফার শিহাব ওহি’র সাথে তিনি জানান, পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ আয়াত, সাহিত্য ও দেশপ্রেম বিষয়ে তারা কাজ করে চলেছে।
সাগর নামের এক পথচারী জানান, দেশটা অনেক মায়ের বুক খালি করে দ্বিতীয় বারের মতো আমরা স্বাধীন করেছি, আমরা চাই এই দেশটা ছাত্রসমাজের মতো তরুনেরাই পরিচালনা করুক। সত্যই দেয়ালে দেয়ালে এমন আরবি হরফ দেখে খুবই ভালো লাগছে।