ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নিতে ভারতকে আহ্বান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৫:২০ পিএম

বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নিতে ভারতকে আহ্বান

ছবি: রূপালী বাংলাদেশ

গুজব না ছড়িয়ে বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম মহাসচিব শায়খ সাজিদুর রহমান।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। ব্রাহ্মণবাড়িয়ায় এ ধরনের কোনো হামলা হতে দেওয়া হবে না। আমাদের নেতৃবৃন্দ জেলার সর্বত্র এ নিয়ে কাজ করে যাচ্ছেন। হেফাজতে ইসলাম বিভিন্ন সময়ে নির্যাতন ও মামলার শি।কার হয়েছে।’

এ সময় হেফাজতের নায়েবে আমির মুফতি মুবারক উল্লাহসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল হেফাজতে ইসলামের গণসমাবেশ আছে বলে জানানো হয়।

আরবি/জেডআর

Link copied!