ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বিডিআর বিদ্রোহের বিচার ও চাকরিতে পুনর্বহালের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৬:১৬ পিএম

বিডিআর বিদ্রোহের বিচার ও চাকরিতে পুনর্বহালের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ছবি: রূপালী বাংলাদেশ

২০০৯ সালে পিলখানায় হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা অফিসার ও সেনা সদস্যসহ মোট ৭৪ জন হত্যার ঘটনায় বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার ও চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার  দুপুরে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে বিডিআর কল্যাণ পরিষদ ও স্বৈরাচার কর্তৃক চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা।
 

মানববন্ধনে পিলখানায় হত্যাযজ্ঞের কথা তুলে ধরে বর্তমান সরকারের কাছে সেই হত্যাকান্ডের সাথে জড়িতদের পুনরায় বিচারের দাবি করেন বক্তারা। এছাড়াও সেই সময় যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল তাদেরকে পুনর্বহালের দাবি জানানো হয়।
 

আরবি/জেডআর

Link copied!