সরাদেশের ন্যায় ময়নমনসিংহের মুক্তাগাছায় স্বৈরাচার হাসিনা সরকারের গণহত্যা ও তাদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মুক্তাগাছা উপজেলা বিএনপি। বুধবার দুপুরে শহরের নন্দীবাড়ী সাবেক মেয়র মরহুম
রেজুন সাহেবের বাড়ির সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচী পালন করেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলুর নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথির বক্তৃতার শুরুতেই আন্দোলনে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বলেন খুনি হাসিনা ও তার দোসরদের ছাত্র জনতার ওপর গুলি বর্ষণের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে দেশের মাটিতে বিচারের মুখোমুখি করা হবে। এ দেশ গনতান্ত্রিক উপায়ে চলবে, সবার সমান কথা বলার অধিকার থাকবে এবং দুর্নীতিবাজদের বিচার হবে।
কর্মসূচিতে উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান রতন, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহবায়ক একেএম জাহাঙ্গীর হাসান, শহর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোর্শেদুজ্জামান খান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন আল আজাদসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে হাজার হাজার কর্মী অংশগ্রহন করেন। এছাড়াও মোটর সাইকেল যোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বিএনপির নেতাকর্মীরা।