শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে নীলফামারী জেলা কৃষকদল।
আজ বুধবার (১৪ আগস্ট) দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে অবস্থান কর্মসূচী পালন করেন নেতাকর্মীরা। কর্মসূচীতে জেলা কৃষকদলের আহবায়ক মগনী মাসুদুল আলম দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের, সাধারণ সম্পাদক জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান নূরু।