ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

শিবগঞ্জে দুম্বার মাংস পেল ১১৩ এতিমখানা ও মাদ্রাসা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৭:০১ পিএম

শিবগঞ্জে দুম্বার মাংস পেল ১১৩ এতিমখানা ও মাদ্রাসা

ছবি: রূপালী বাংলাদেশ

সৌদি সরকারের উপহারের দুম্বার মাংস পেয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১১৩টি এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং। বুধবার রাতে উপজেলা পরিষদ চত্বরে দুম্বার মাংস বিতরণ করা হয়। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন এ আয়োজন করে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)   তাহমিনা আক্তার বলেন ৩০ কার্টুন  দুম্বার মাংস  পৌরসভাসহ  বিভিন্ন ইউনিয়ন থেকে আসা এতিমখানার শিক্ষকদের মাঝে বিতরণ  করা হয়েছে। মাংস বিতরণ করনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জহির উদ্দিন। 

এতিম খানা ও লিল্লাহ বোডিং এর সাইফুল ইসলাম, হাফিজুর রহমানসহ অনেকে বলেন, আগের সরকার থাকতে আমরা এভাবে মাংস পেতাম না। তবে এ বছর উপজেলা প্রশাসন মাংসের যারা আসল হকদার তাদের হাতেই সঠিকভাবে পৌঁছে দিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, সৌদি সরকারের উপহারের এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার দুস্থ ও এতিমদের। তাদের মাঝেই এই মাংস বিতরণ করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!